দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট, জয়পুরহাটে ভোগান্তিতে সাধারণ মানুষ(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটে দ্বিতীয় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট। আজ সোমবার সকাল থেকেই ৪৮ ঘণ্টার পরিবহণ কর্মবিরতির এ কর্মসূচিতে রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগের তৈরি হয়েছে।

গতকাল থেকেই জয়পুরহাট থেকে কোন রুটেই বাস ও ট্রাক ছেড়ে যায়নি ফলে ভোগান্তিতে পড়েছে সাধারন যাত্রী ও ব্যবসায়ীরা।

পরিবহন ধর্মঘটে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছাতে পারছেন না বলে জানিয়েছেন যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে রিকশা, অটোরিকশা, ভ্যানযোগে গন্তব্যে পৌছাতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা জানান, বাস না চলায় জরুরি প্রয়োজনে ঢাকা ও চট্রগ্রামে যাওয়ার জন্য ট্রেনের উপর নির্ভর করতে হচ্ছে।

আর ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে না পারায় রয়েছেন চরম ভোগান্তিতে। ফলে শীতকালের কাচাঁ সবজির পরতে হচ্ছে বিপাকে।

অন্যদিকে, পরিবহন শ্রমিকরাও রয়েছে শংকায়। ঠিক কবে নাগাদ ধর্মঘট প্রত্যাহার হবে সে ব্যাপারে কেউ কিছু বলতেও পারছেনা।

ভিডিও…

স/অ