দ্বিতীয়ার্ধে ওমান-ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিফা র‍্যাংকিং, শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ওমান। মাঠের খেলায়ও সেটির প্রতিফলন ঘটল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে লাল-সবুজের দলকে ৪-১ গোলে বিধ্বস্ত করলেন স্বাগতিকরা।

বৃহস্পতিবার মাসকাটের সুলতান কাবোস স্পোর্ট কমপ্লেক্স স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণের পসরা সাজায় ওমান। তাদের মুহুর্মুহু আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত থাকে বাংলাদেশ। প্রথমার্ধে বেশ দক্ষতার সঙ্গে সেই ঝোড় সামলে নেন জামাল ভূঁইয়ারা। দারুণভাবে স্বাগতিকদের ধেয়ে আসা সব আক্রমণ প্রতিহত করেন তারা। ফলে এ অর্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধে সেটি পারেনি বাংলাদেশ। ৪৮ মিনিটে ওমানকে লিড এনে দেন মহসীন খালদি। বাঁ পায়ের বজ্রগতির শটে গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করেন তিনি। মূলত এর পরই অতিথিদের রক্ষণে চিড় ধরে।

সেটি দারুণভাবে কাজে লাগান স্বাগতিকরা। ফলে ব্যবধান বাড়তে থাকে। ৬৮ মিনিটে আলাউয়ী আল-মান্ধার লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন তারা। মিনিট দশেক পর আরশাদ আল আলাউইর নিশানাভেদে স্কোরলাইন ৩-০ করে ওমান।

খানিক পর সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ৮১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান মিডফিল্ডার বিপলু আহমেদ। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। অধিকন্তু শেষদিকে আবার গোল পায় ওমান। ইনজুরি টাইমে ঠিকানায় বল পাঠান আরমান সাইদ। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা।