রবিবার , ১৭ মে ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দ্বিতীয় দফায় নিরুপায়দের পাশে রাজশাহী কলেজিয়েটের ৯৯ ব্যাচ

Paris
মে ১৭, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ

“মানুষ মানুষের জন্য” এটি কোনও সংস্থা বা সংগঠন এর নাম নয় এটি একটি হৃদয় এমন একটি বাণী যা ধারণ করে বহু পথ পাড়ি দিয়ে চলেছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রাক্তন ১৯৯৯ ব্যাচ এর ছাত্ররা।

আজ রবিবার বেলা ১২ টা থেকে নগরীর সাহেব বাজার এলাকা থেকে তাদের দ্বিতীয় দফায় কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় গত মঙ্গলবার নগরীর সাহেব বাজার এলাকায় ১০০ নিরুপায় মানুষের মাঝে খাদ্য বিতরন করেছিলো। এছাড়াও তাদের নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণের জন্য বুথ তৈরী করে খাদ্য বিতরন এর পরিকল্পনা আছে। আরসিএস ৯৯ (রাজশাহী কলেজিয়েট স্কুল) ১৯৯৯ এর ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একটি তহবিল গঠনের মাধ্যমে নিরুপায় দিন আনা দিন খাওয়া মানুষদের মাঝে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করছে।

রাজশাহী শহরের বেশ কিছু স্থান কে কেন্দ্র করে তারা ১০০ টি করে ব্যাগ নিজ দায়িত্বে নিরুপায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এখানে তাদের চিন্তাটা একটু আর দশ জনের থেকে ব্যতিক্রম, তারা শুধু মাত্র কর্মজীবী মানুষ যারা বর্তমানে কর্মের অভাবে বেকার হয়ে গেছে তাদের কে লক্ষ করে কাজ করে যাচ্ছে, তাদের চিন্তা কর্মজীবী মানুষদের পক্ষে খুব সহজে মানুষের কাছে হাত পাততে পারে না, তাই তাদের মতে এই শ্রেণীর মানুষের কষ্ট সব থেকে বেশি তাই তারা সমাজের এই শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে।

আরসিএস৯৯(রাজশাহী কলেজিয়েট স্কুল) ১৯৯৯ ব্যাচের এই কমিটিতে প্রধান হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হোসনে রাব্বী ভুঁইয়া, সেক্রেটারি জনাব মো: রাসেল হাসান, পরিকল্পনা ও সমন্বয়ে জনাব মো: আহসান উল করিম রাজিব, উপদেষ্টা পর্ষদে আছেন জনাব মো: উদয়ন ইসলাম কানন ও জনাব মো: আব্দুল বাকি এবং ফরেইন এফেয়ারস এ আছেন জনাব মো: নাফিউল ইসলাম (Australia) এবং জনাব আল আমিন হোসেন সুমন (UK)। আরসিএস (রাজশাহী কলেজিয়েট স্কুল) ১৯৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী জনাব মো: জনাব হোসনে রাব্বী ভুঁইয়া সিল্কসিটিনিউজকে জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই তাদের এই কর্মসূচির শুরু হয়েছে। এখন পর্যন্ত ২০০ জন নিরুপায় মানুষকে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। মোট ১০০০ নিরুপায় মানুষকে ১০ দিনের খাদ্য দ্রব্য দেওয়া হবে। খাদ্যদ্রব্যের মধ্যে থাকছে চাল, ডাল, তেল, আটা, সেমাই, চিনি ও সাবান, এছাড়াও বিশেষ প্রয়োজনে নগদ অর্থ ও প্রয়োজনীয় ঔষধ ও প্রদান করা হয়েছে। বর্তমানে মাঠে কাজ করছে ১৯৯৯ ব্যাচের ৭ জন সাবেক শিক্ষার্থী। যেহেতু করোনা পরিস্থিতি এখন ভয়াবহ রূপ ধারন করেছে তাই সম্পুর্ন প্রোটেকশন নিয়ে ত্রাণ দেওয়া হচ্ছে। ত্রাণ দেওয়ার পাশাপাশি সকলকে করোনা বিষয়ক সচেতন করা হচ্ছে।

তিনি আরও বলেন,” যতদিন এই নিরুপায় মানুষগুলোর কোনো কর্মের ব্যবস্থা হবেনা ততো দিন তাদের পাশে রাজশাহী কলেজিয়েট স্কুলের এই ১৯৯৯ এর ব্যাচের সকলের সাহায্য থাকবে। এই কাজের পিছে আমাদের বড় উদ্দেশ্য নেই। মানুষ যখন এমন বিপদে থাকবে আমরা অসহায় মানুষের পাশে দাড়াবো। যখন মানুষ মনে করবে তাদের পাশে আমাদের দরকার আমরা থাকবো।” এভাবেই সকলে যদি সকলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় তবে এই করোনা পরিস্থিতির সাথে মোকাবেলা কঠিন হবেনা।

স/স্ব

সর্বশেষ - রাজশাহীর খবর