দেশ ছাড়ার আগে যা বললেন ক্রিকেটাররা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প। একটি লম্বা সফর সামনে রেখে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বুধবার দিবাগত রাত পৌনে ১টায় ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফিরা। এর আগে ক্রিকেটারদের অনুভূতি জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন সংবাদকর্মীরা। সেখানে সফর নিয়ে নিজেদের উচ্ছ্বাস-অনুভূতি ব্যক্ত করেন টাইগাররা।

 

দীর্ঘদিন পর দলে ফেরা অলরাউন্ডার নাসির হোসেন বলেন, ‘অনেক দিন পর টিমে ফিরছি। ভালো কিছু করার চেষ্টা থাকবে। এটা আমাকে অনুপ্রাণিত করছে। একাদশে সুযোগ পেলে ব্যাটিং-বোলিংয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

 

আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘এবারই প্রথম ইংল্যান্ডে যাচ্ছি। সেখানে আমার সামর্থ্যের সেরাটা দেওয়ার লক্ষ্য। আমার প্রস্তুতিটাও ভালো হয়েছে। ওখানে ১০ দিনের যে কন্ডিশনিং ক্যাম্প, সেটা আমাদের জন্য কাজে আসবে।’

 

ওপেনার সৌম্য সরকার বলেন, ‘দলে সুযোগ যখন পাই, বরাবরই আমার চেষ্টা থাকে নিজেকে উজাড় করে দেওয়ার। হয়তো আমি সফল হই, কখনো ব্যর্থ হই। তবে এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই।’

 

‘চ্যাম্পিয়ন্স ট্রফি বিগ ইভেন্ট। এখানে ফোকাসটা বেশি থাকে। সুতরাং, আমার চেষ্টাটা থাকবে ভালো কিছু করার।’

 

বোলার রুবেল হোসেন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হবে ত্রিদেশীয় সিরিজ। আমার প্রথম লক্ষ্য হলো ত্রিদেশীয় সিরিজ, পরে চ্যাম্পিয়ন্স ট্রফি। যখন যেখানে সুযোগ পাব, সেখানেই আমি উজাড় করে দিব।’

 

আরেক বোলার তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ড সফরে ভালো কিছু করা সম্ভব হবে। দলের খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী।’

 

বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুশফিকুর রহিম বলেন, ‘কয়েক দিন আগে আমরা শ্রীলঙ্কায় সিরিজ খেলে এসেছি। ওখানকার ভালো পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এই দুইটা সিরিজ আমাদের কাজে আসবে।’

 

দুটি সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়া বাংলাদেশ দলের বহরে আছেন ১৬ জন খেলোয়াড়, কোচ ও কয়েকজন কর্মকর্তা। আইপিএলে খেলতে ভারতে থাকায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান এই দলের সঙ্গে যেতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, তাঁরা কয়েক দিন পরই দলের সঙ্গে যোগ দেবেন।

 

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে আগামী ১২ থেকে ২৪ মে। এই সিরিজে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে। স্বাগতিক দল ছাড়াও এ সিরিজের অপর দল নিউজিল্যান্ড। এর পর ১ জুন থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ইংল্যান্ডে। তার আগে সাসেক্সের মাঠে একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।

 

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

 

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই : নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সূত্র: এনটিভি