রাজশাহীতে বিশ্ব দৃ্ষ্টি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে প্রতিবছর সাড়ে ৭ লাখ মানুষ চোখের বিভিন্ন সমস্যায় অন্ধত্বের শিকার হন। এরমধ্যে সাড়ে ৬ লাখ মানুষই (৮০ শতাংশ) চোখের ছানি জণিত সমস্যার কারণে অন্ধত্বের শিকার হন। যা মাত্র কয়েক মিনিটের অপারেশনের মাধ্যমে নিরাময় করা সম্ভব। এছাড়া বাকী ২০ শতাংশ অন্ধত্বের মধ্যে ১৩ শতাংশই বিভিন্ন ধরণের চশমার সাহায্যে চোখের দৃষ্টি ফেরানো সম্ভব। তবে এর জন্য প্রয়োজন জনগণের সচেতনতা ও সতর্কতা।

রোববার সকালে নগরীর মালোপাড়াস্থ রাজশাহী চক্ষু হাসপাতাল (প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম) প্রাঙ্গনে সিভিল সার্জন, রাজশাহীর কার্যালয় ও রাজশাহী চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে ‘জাতীয় দৃষ্টি দিবস-২০১৭’ এর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এবারের প্রতিপাদ্য ‘সুস্থ দৃষ্টি, সুন্দর জীবন’ শ্লোগানে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান।

প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. ফিরোজ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রদীশ কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাখাওয়াত হোসেন।

এরআগে সকাল সাড়ে ৮টায় রাজশাহী চক্ষু হাসপাতাল থেকে সিভিল সার্জনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর সোনাদীঘির মোড়, মণিচত্ত্বর, সাহেব বাজার ও মালোপাড়া প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

স/শ