দেশে টিউটর খুঁজে দেওয়ার ওয়েবসাইট চালু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে যাত্রা শুরু করেছে দেশের প্রথম টিউটর খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম কেয়ার টিউটরস ডট কম।

ওয়েবসাইটটি ব্যবহার করে স্কুল, কলেজ ও মাদ্রাসার যেকোনো ক্লাসের টিউটর পাওয়া যাবে। এছাড়াও, ওয়েবসাইটটিতে ড্রয়িং, হ্যান্ড রাইটিং, আরবি, নাচ ও গানসহ ১২ টি ক্যাটেগরিতে টিউটর খুঁজে পাওয়া যাবে।

পড়াতে পারেন এমন যে কেউ ওয়েবসাইটটিতে প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন। এরপর কোনো অভিভাবকের শর্তের সঙ্গে তার জীবন বৃত্তান্ত মিলে গেলে টিউটর হিসেবে পড়ানো শুরু করতে পারবেন।

কেয়ার টিউটরস ডট কম জানিয়েছে, দেশের সবগুলো বিভাগীয় শহরগুলোতে তারা এই সেবা দিচ্ছে। তবে ঢাকা থেকেই বেশি সাড়া মিলছে।