দেশে চলতি বছরের রেকর্ড করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন ‌‘ওমিক্রন’র প্রভাবে সংক্রমণ বেড়েই চলেছে। এ অবস্থায় চলতি বছরের রেকর্ড পরিমাণ করোনা সনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত)। এসময় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তে রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৫০০ জন।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন। এর আগের দিন গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) আট হাজারের বেশি শনাক্ত ও ১০ জনের মৃত্যু হয়।

স/আর