দেশে এখন পর্যন্ত ১৭০ চিকিৎসক করোনা আক্রান্ত: বিডিএফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারা দেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন দুজন। চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) সোমবার এই তথ্য জানিয়েছে।

এছাড়া অনিরাপদ অবস্থায় আক্রান্ত সহকর্মী কিংবা রোগীর সংস্পর্শে আসায় চারশ’ জনের বেশি চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।

তাদের হিসাবে প্রায় ৮০ জন নার্সসহ তিনশ’ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।

বিডিএফের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ১৪৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

এ ছাড়া বরিশাল বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। বাংলাদেশে মারা যাওয়া ১০১ জন কোভিড-১৯ রোগীর মধ্যে তিনিই একমাত্র চিকিৎসক। সূত্র: দেশ রুপান্তর