দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৬.৭ ডিগ্রি সে.

নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে বিরাজ করছে। আজ বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭, ঢাকায় ১৫, রংপুর ১০ দশমিক ৪, বরিশাল ৯ দশমিক ২, খুলনা ১০, ময়মনসিংহ ১০ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ২ ও চট্টোগ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী কার্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক লতিফা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল অ লে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বিরাজ করছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

তিনি বলেন, গত বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ৪, তার আগের দিন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বচ্চো তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ৫। বুধবার বাতাসের আদ্রতা ছিলো ৭৯, তার আগের দিন মঙ্গলবার ৮২ শতাংশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাজশাহীতে মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো।

 

স/আ