‘দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত, দোয়া করবেন’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে অকল্যান্ডে পৌঁছায় টাইগাররা।

এ সফরে কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল। তার আগে ৮ দিনের কোয়ারেন্টিন করতে হবে মুমিনুলদের। সাত দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই অনুশীলন করতে পারবেন টাইগাররা।

নিউজিল্যান্ডে পৌঁছে দলের প্রতিনিধি হয়ে কথা বলেছেন তাসকিন আহমেদ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তারকা পেসার।

তাসকিন বলেন, ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছলাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পর্ব শুরু হবে। সাত দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের। জিনিসটা অনেক কঠিন। দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো করতে পারি।

১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

 

সূত্রঃ যুগান্তর