‘দেশের খেলা ফেলে আইপিএলে গেলে বেতন কাটা হোক’

সিল্কসিটিনিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে। উইন্ডিজ থেকে এর সূত্রপাত। ক্রিকেটাররা টাকার লোভে দেশের হয়ে খেলা ফেলে আইপিএলে খেলতে যায়। সর্বশেষ বাংলাদেশে সাকিবকে নিয়েও তুলকালাম হয়েছে। তিনি আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফরে যাবেন না। এ ধরনের ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক ইংলিশ ব্যাটিং গ্রেট জিওফ বয়কট।

সত্য কথা বলতে বয়কট কখনই ইতস্তত করেন না। এবার তার নিশানায় ইংলিশ বোর্ড। এবার ভারত সফরে শীর্ষ ক্রিকেটারদের কয়েকজনকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে ইংল্যান্ড। ফলে ভারত তাদের সহজেই উড়িয়ে দিয়েছে। এই তুমুল আলোচিত-সমালোচিত ‘রোটেশন পলিসি’ নিয়ে তিনি ইসিবিকে ধুয়ে দিয়েছেন। আইপিএলের কারণে আগামী মে-জুনে বেশ কয়েকজন ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজে থাকতে পারবেন না। বয়কটের মতে, ইসিবির উচিত মেরুদণ্ডহীন আচরণ না করে ক্রিকেটারদের প্রতি শক্ত হওয়া।

ডেইলি টেলিগ্রাফে এক কলামে বয়কট লিখেছেন, ‘রোটেশন পলিসি অনুসরণ করে ভারতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে ইংল্যান্ড। এমন মেরুদণ্ডহীন উপায়ে ক্রিকেটারদের সামলানো অবশ্যই বন্ধ করতে হবে। ক্রিকেটাররা মনে হয় ভুলে যায় যে, ইংল্যান্ডের হয়ে পারফর্ম না করলে আইপিএলের ডাক আসত না। কাজেই কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশের জন্য তাদের উচিত ইংল্যান্ডের হয়ে খেলাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া। অবশ্যই আমি কখনোই চাই না ওদের উপার্জন বন্ধ করতে। তবে সেই উপার্জন কোনোভাবেই ইংল্যান্ডের ম্যাচ বাদ দিয়ে হতে পারে না।’

৮০ বছর বয়সী সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, ‘বাজি ধরে বলতে পারি, আইপিএলের সময় কোনো ক্রিকেটারকেই তাদের পরিবার, স্ত্রী, বান্ধবী, বাচ্চাদের মিস করছে বলে টুর্নামেন্ট ত্যাগ করতে দেখবেন না। ইংল্যান্ডের খেলার সময় যদি ক্রিকেটাররা বিরতি চায়, তাদের বেতন কেটে নাও। পুরো সিরিজ খেলতে রাজি না হলে তাকে দলে না নেওয়া হোক। ইংলিশ ক্রিকেট খুবই ফালতু উপায়ে পরিচালনা করা হচ্ছে। তাদের সবার উচিত লজ্জিত ও বিব্রত হওয়া।’

সূত্র: কালের কন্ঠ