দুর্ভোগ লাঘব হলো উপশহর এলাকাবাসীর, সংস্কার হলো সড়ক

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হলো উপশহর এলাকাবাসীর। রাজশাহী নগরীর দড়িখরবোনা মোড় থেকে উপশহর এলাকা পর্যন্ত সড়কটি প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ফলে এই এলাকার মানুষের চলাচলে গতি ফিরে আসলো।

শুধু তাই নয়, সড়কটি বেশ ছোট ছিলো। তাই পাশের জমি অধিগ্রহণ করে এই সড়ক প্রসস্তের কাজ করা হয়। সড়কটির কার্পেটিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। চলছে পিচ ঢালায়।

চলছে পিচ ঢালায় এর কাজ।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কাজের উদ্বোধন করেন। তিনি সড়কের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, রিথিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. তৌরিদ আল মাসুদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে, রাজশাহী সিটি করপোরেশ দড়িখরবোনা মোড় থেকে উপশহর এলাকা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে চলতি বছলের শুরুর দিকে এর কাজ শুরু হয়।

 

স/আ