দুর্ভাগ্য আমাদের তেমন ব্যাটসম্যান নেই: রাসেল ডোমিঙ্গো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোর টেস্টে ১৫০ রানেই অলআউট হয় বাংলাদেশ দল। অথচ ভারতীয় তরুণ ওপেনার মায়াঙ্ক আগারওয়াল একাই খেলেন ২৪৩ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ম্যাচে ২৮টি চার ও ৮টি ছক্কায় ২৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে অনন্য উচ্চতা নিয়ে যান আগারওয়াল।

ইন্দোনের টাইগাদের বাজে পারফরম্যান্সে চরম হতাশ কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ দলের এ নতুন কোচ বলেন, ভারতীয় ব্যাটিং লাইনআপ দেখেন, দুর্ভাগ্য আমাদের তেমন ব্যাটসম্যান নেই।

ইন্দোর টেস্টে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনেই ৬ উইকেটে ৪৯৩ রানের পাহাড় গড়ে ৩৪৩ রানের লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ভারতীয় ব্যাটিং লাইনআপ দেখেন। দুর্ভাগ্য, আমাদের তেমন ব্যাটসম্যান নেই। এ ঘাটতি পুষিয়ে নিতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলছি। যদি আপনি উইকেট না পান তখন শুনতে হবে কেন অতিরিক্ত বোলার নেননি।

তিনি আরও বলেন, দুই পেসার নিয়ে খেলা সত্যি কঠিন। আমাদের তৃতীয় একজন পেসার খুঁজে বের করতে হবে যে ব্যাটিংও করতে পারে। সাইফউদ্দিন আছে, কিন্তু সে চোটে পড়েছে। দলের যে কাঠামো, এটা নিয়ে ভাবার সময় হয়েছে। বাংলাদেশের বিপক্ষে যারা খেলে তারা বেশির ভাগই ভালো উইকেট বানাবে যেখানে খুব একটা স্পিন কাজ করবে না। আমাদের আরেকজন পেসার খুঁজে পেতে হবে যে সাত কিংবা আটে ব্যাটিং করতে পারে।

কোচ আরও বলেন, টেস্ট জিততে হলে আপনার ভালো বোলিং ইউনিট লাগবেই। বাইরে ভালো করতে হলে ছয় বোলার পর্যন্ত লাগে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভালো করছে এভাবেই। তারা যেকোনো কন্ডিশনে দলে পাঁচ কিংবা ছয় বোলার নিতে পারে। সে খেলা দেশে হোক কিংবা বিদেশে।

তিনি আরও বলেন, দেশের মাঠে বাংলাদেশের শক্তি অবশ্যই স্পিনে। তবে আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। আমাদের ফাস্ট বোলারদের সুযোগ দিতে হবে ম্যাচে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।