শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্নীতিবাজ এমপি-মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেফতারের দাবি নুরের

Paris
আগস্ট ৩০, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের ফাঁসি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর শাখা। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কাকরাইল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ এক মিছিল নিয়ে নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এসে শেষ হয়।

এর আগে সারাদেশের জেলা ও মহানগরের দল ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে দিনব্যাপী রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিনিধি সভা করেছে গণঅধিকার পরিষদ।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারকে সময় দেওয়া হবে, তবে মনে রাখতে হবে এক-এগারোর মত কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জুলাই ও আগষ্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায়ে শেখ হাসিনাকে আগামী ৬ মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। এই সরকার যেভাবে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ ও যুবলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আন্তর্জাতিক ভাবেও তুলতে হবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে।’

দুর্নীতিবাজ লুটেরা এমপি-মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানিয়ে নুর যোগ করেন, ‘আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামিলীগ। আজিজ,বেনজিরের মত দুর্নীতিবাজ কর্মকর্তা ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। এদেরসহ সকল এমপি-মন্ত্রীদের একাউন্ট জব্দ করতে হবে। দুর্নীতিবাজ লুটেরা এমপি-মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেফতার করতে হবে। আমরা আগে থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত হওয়া সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলাম। এখন জাতিসংঘের প্রতিনিধি এসেছে তাদের কাছে দাবি গুম খুনের বিষয়ে দ্রুত সময়ের ভিতর নিরপেক্ষ একটি প্রতিবেদন দেওয়ার।’

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা হেলিকপ্টারে করে কিভাবে পালিয়ে গেলো? এত ছাত্র-জনতাকে হত্যার পরে কেউ ছাড় পেতে পারেনা। অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’

বিএনপির মতো অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদও। রোডম্যাপ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘আজকের দিনব্যাপী প্রতিনিধি সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র সংস্কারে গণঅধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার কি করতে চায়, ৩ মাস, ৬ মাসের রোডম্যাপ, প্লান সম্পর্কে আমরা জানতে চাই। এর আগে ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে ডেকে সহযোগিতা চাওয়া হয়েছিল, আমরা রাজপথে নেমে আওয়ামী চক্রান্ত নস্যাৎ করে দিয়েছি। আবারও বাংলাদেশে কর্তৃত্ববাদ, শেখ হাসিনা ফিরে আসুক, তেমন রাষ্ট্র আমরা গঠন হতে দিবো না।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে, তার আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়ে উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনা কে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায়, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, গণনেতা প্রাইম কাদের, মিলন মিয়া, যুবনেতা হোসাইন নুর, জাহাঙ্গীর, ছাত্রনেতা সম্রাট প্রমুখ।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - রাজনীতি