দুর্গাপুর পৌর আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে এমপি’র প্রতিবাদ সমাবেশ

দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহী দুর্গাপুর পৌর আওয়ামী লীগের বিতর্কিত কমিটির বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশটির আয়োজন করেন দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌরসভা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক,অনুষ্ঠানে আহব্বায়ক রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চুর,পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী খাঁ, দেলুয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, কিসমত গনকৌড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম,

পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক নিঝুম প্রমূখ।প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন।

এদিকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়া ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুশিয়ারিমুলক বক্তব্য প্রদান করা সেই বিতর্কিত নেতা আজাহার আলীকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও শরিফুজ্জামান শরিফকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান।