দুর্গাপুর নওপাড়া ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে বক্তব্য দেয়ায় প্রতিবাদ সভা

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জড়িয়ে মানববন্ধন ও অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইউপি চেয়ারম্যান শফিকুল আলম ও তাঁর কর্মী সমর্থকরা। এর আগে গত শনিবার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ এনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান শফিকুল আলমকে জড়িয়ে বক্তব্য দেয়ার প্রতিবাদে রোববার বিকেলে গোপালপুর বাজারে পাল্টা প্রতিবাদ সভা করেন ইউপি চেয়ারম্যান শফিকুল আলম ও তাঁর কর্মী সমর্থকরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আছের আলী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা আমজাদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ, নান্দিগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুর রহমান, পুরান তাহেরপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, পুরান তাহেরপুরের আওয়ামী লীগ নেতা বাবর আলী, পালশা গ্রামের আওয়ামী লীগ নেতা বাচ্চু, পালশা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বুলবুল আহমেদ , নান্দিগ্রাম যুবলীগের নেতা আজমত আলী, নওপাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহজামাল প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান শফিকুল আলমকে বিতর্কিত হিসেবে এলাকায় চিহ্নিত করতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে আসছে। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেউ লাঞ্ছিত করেননি। বরং লাঞ্ছিতের ঘটনা সাঁজিয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন।