শনিবার , ২৭ মে ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুর জয়নগর ও কিসমত গণকৈড় ইউনিয়নে বাজেট ঘোষণা

Paris
মে ২৭, ২০১৭ ৯:৪৫ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়ন ও কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কিসমত গণকৈড় ইউনিয়ন  পরিষদ চত্বরে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বাজেট সভায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বারেন্দ মেডিকেল কলেজ ও বিভাগীয় প্রধান  অধ্যপক ডাঃ মনসুর রহমার, দুর্গাপুর  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,কয়মজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল রহমান হাবিব, প্রচা মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শিতল চন্দ্র শাহ, আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মেহের আলী,নজরুল ইসলাম,ইয়াসির আলী, ফুরদা বেগম,নছিমা বেগম প্রমূখ।
এ ইউনিয়নে ১ কোটি ২০ লাখ ৫৭ হাজার ৩২৫টাকার বাজেট প্রেস করেন ইউপি সচিব নজরুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউপি সদস্য ইসাহাক আলী। এদিকে গত বৃহস্পতিবার বিকেলে জয়নগর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অত্র ইউপি চেয়ারম্যান সমসের আলীর সাভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক ম্যানেজার মেহেদী হাসান, আলহাজ্ব আজিজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রশিদ,আনিসুল হক,মোজাম্মেল হক,আব্দুল হান্নান, সদস্যা রাবিয়া বেগম, মনোয়ারা বেগম।
এ  ইউনিয়নে ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ১৭ টাকার বাজেট প্রেস করেন ইউপি সচিব আনোরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউপি সদস্য আনোয়ার হোসেন।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর