রাজশাহী জেলা পরিষদ নির্বাচন

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী আখতারের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের গণসংযোগকালে সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো. আখতারুজ্জামান আখতারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় গণসংযোগকালে অতর্কিত ১০/১৫ জনের একটি দল এই হামলা চালায় বলে ভুক্তভোগী চেয়ারপ্রার্থী আখতার নিজের এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার বিষয়টি রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকও নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গণসংযোগে যান সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো. আখতারুজ্জামান আখতার। এসময় তিনি দুর্গাপুর পৌরসভায় গণসংযোগ চালান। সেখানে ১০ থেকে ১৫ জন ছেলে তাদেরকে আক্রমণ করে। তবে আমি প্রার্থীর সাথে কথা বলেছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত তিনি অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো. আখতারুজ্জামান আখতার বলেন, ‘আমি নির্বাচনি গণসংযোগে ছিলাম। হঠাৎ ১০/১৫ জন ছেলে আমার গণসংযোগে হামলা চালায়। এসময় আমার সমর্থকদের সাথে তাদের হাতহাতি হয়। পরে তারা সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর তারা সেখানে ফিরে এসে তাদের ভুল হয়ে বলে ক্ষমা চেয়ে গেছেন।’

এএইচ/এস