দুর্গাপুরে মুজিব বর্ষ উপলক্ষে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

 দুর্গাপুর প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গত বুধবার একযোগে আরইআরএমপি-৩ ও এলসিএস কর্মী দ্বারা বাংলাদেশের সকল জেলা উপজেলা গ্রামীণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার পালি বাজার হতে পানানগর ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার পাশে ঝোপ-জঙ্গল, আগাছা, রাস্তার সোল্ডার ভেঙে যাওয়া গর্ত পূরণ করা এবং কালভার্টের পানি চলমান রাখা কাজের স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি ১ অক্টোবর গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন ও কমিউনিটি অর্গানাইজার খোরশেদ আলম প্রমুখ পৌরসভাসহ উপজেলার ৭ টি ইউনিয়নে আরইআরএমপি-৩ ও এলসিএস-এর ১০৪জন কর্মী কাজ করবেন।

স/আ.মি