শনিবার , ৮ জুলাই ২০১৭ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে ভুটভুটির নিচে চাপা পড়ে নিহত ১: আহত ১

Paris
জুলাই ৮, ২০১৭ ৫:৫৫ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে লাউ বোঝাইকৃত ভুটভুটির গাড়ির নিচে চাপা পড়ে রাসেল আলী (৩৬) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কানপাড়া বাজুখলসী গ্রামের মোজামের বাড়ী বসবাস করতেন। তার গ্রামের বাড়ী পাবনা জেলায়।

এ ঘটনায় ওই গাড়িতে থাকা লাউ ব্যবসায়ী আসাদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়। তিনি পুঠিয়া উপজেলার রঘুনামপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার বেলা ২টার দিকে উপজেলার কানপাড়া বাজার থেকে ব্যবসায়ী আসাদুল ইসলাম লাউ ক্রয় করে একটি ভুটভুটি গাড়ি যোগে দুর্গাপুর বাজারে আসছিলেন। পথে দুর্গাপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের বৈইটাখালি নামক স্থানে ওই গাড়িটি একটি চাকা খাদে পড়ে পুকুরের মধ্যে উল্টে পড়ে যায়। এতে ওই গাড়িটির চালক রাসেল ও ব্যবসায়ী আসাদুল গাড়ির নিচে চাপাড়া পড়ে।

এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) স্থানান্তর করে। পথে তার মৃত্যু হয়।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত