দুর্গাপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল

দুর্গাপুর প্রতিনিধি:
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপানিবেশিক শসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা প্রাণ দিয়েছিলেন সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।

বুধবার সূর্য উঠার পর পরই দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দুর্গাপুর উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত, দুর্গাপুর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম ও তদন্ত (ওসি) মিজানুর রহমান, এরপর উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ, দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, শেখ রাশেল শিশু কিশোর পরিষদ, মটর শ্রমিক ইউনিয়ন, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,সৈনিক লীগ, ও ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

তবে উপজেলা বিএনপির ও সহযোগি অঙ্গসংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে করতে দেখা যায়নি। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
স/শ