দুর্গাপুরে বিএনপির কর্মীসভায় পুলিশের বাধা

দুর্গাপুর প্রতিনিধি: পুলিশের বাধায় দুর্গাপুরে বিএনপির কর্মীসভা পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার প্রাণী উন্নয়ন বোর্ডের পাশে আয়োজিত সভা পণ্ড হয়। তবে তারা প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্মীসভার আয়োজন করেছিল বলে জানা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশের অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করার লক্ষ্যে কর্মী সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন জানান, রবিবার বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করার লক্ষ্যে তারা ঘরোয়া পরিবেশের মাধ্যমে উপজেলা বিএনপির কিছু নেতার্মী নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় পুলিশ তাদের শান্তিপূর্ণ মিটিং পণ্ড করে দেন। তবে পুলিশ তাদের সাথে কোন খারাপ আচরণ করেননি বলে জানান তিনি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা জানান, তাদের দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল চলছিলো। সেই কোন্দলের কারণে সংঘর্ষের আশঙ্কা ছিলো। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের কর্মী সভা বন্ধ করে দেয়।

কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, বজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল হক বিদয় প্রমুখ।

 

স/শা