দুর্গাপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দুর্গাপুর প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও দুর্গাপুর পৌর আ.লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আ.লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেলা আ.লীগের সহ-সভাপতি ও দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মনসুর রহমান, জেলা যুবলীগের সহসভাপতি ওবাইদুর রহমান, আবু সায়েম, দুর্গাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপিস্থত ছিলেন, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্ল¬া, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু,ঝালুকা ইউনিয়ন চেয়ারম্যান মোজাহার আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক, দুর্গাপুর উপজেলা আ.লীগের সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, আ,লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, রোকনুজ্জামান রোকন,হেলাল আলী, আ. মতিন, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছলিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার, সহসভাপতি মোকসেদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি নুর হোসেন, পৌর সৈনিক লীগের সভাপতি তুষার, সাধারণ সম্পাদক হায়দার আলীসহ উপজেলা বিভিন্ন এলাকার আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পৌর আলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু।

স/শা