দুর্গাপুরে পুকুর খনন বন্ধে অভিযানে এক্সভেটরের ১০ ব্যাটারি জব্দ

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার। এসময় এক্সভেটরের ১০ ব্যাটারি জব্দ করা হয়।

জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে উপজেলার শিবপুর ও নওপাড়া এলাকায় পাঁচটি পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ছয়টি এক্সভেটর, দশটি ব্যাটারি জব্দ করা হয় ও সেই সাথে এক্সভেটরের বিভিন্ন মেকানিক্যাল সরঞ্জামও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার জানান, কৃষি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আমরা কৃষি জমিতে পুকুর খনন বন্ধে উচ্চ আদালতের একটি আদেশপত্র পেয়েছি। যার ফলে এখন উপজেলার কোথায় কোন পুকুর খনন করার সুযোগ নেই।

এর আগে সপ্তাহব্যাপী উপজেলা জুড়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তার পরে অনেক এলাকা থেকে অভিযোগ আসে। ফলে এ অভিযান পরিচালনা করা হচ্চে বলে জানান এ কর্মকর্তা।

স/শা