দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: তিনজনের জরিমানা

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে উপজেলা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে তিনজনের জরিমানা কারেছে ভ্রাম্যমাণ আদালত। জীবন্ত ঘোড়ার গাড়ী ব্যবহার করায় ১-এর (ক) বিধিমালায় তাদেরকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের একাংশের আয়োজনে দুর্গাপুর বালিকা বিদ্যালয় চত্বরে ৭ মার্চের আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আয়োজিত অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতিকের পক্ষে কয়েককজন কর্মী জীবন্ত ঘোড়ার গাড়ী নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়।

এসময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বিজিবি,র‌্যাব-৫ ও দুর্গাপুর থানা পুলিশসহ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী রির্টানিং কর্মকর্তা লিটন সরকার তাদের কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা প্রদান করা হলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

আটককৃতরা হলো, উপজেলার সিংগা গ্রামের আব্দুস সামাদের ছেলে বদরুল ইসলাম, একই গ্রামের মৃত নাদেরের ছেলে বাস্তু আলী ও আতাউর রহমানের ছেলে আলামিন।

স/অ