দুর্গাপুরে ধান-গম সংগ্রহ বিষয়ে কৃষক লীগের মতবিনিময়

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে সঠিকভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ও গম সংগ্রহ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকারের সাথে জেলা ও উপজেলা কৃষকলীগ নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহসভাপতি শ্রী বিমল সরকার, জেলা কৃষকলীগ নেতা মামুন, গোদাগাড়ী উপজেলা কৃষকলীগের সভাপতি আল-মামুন, দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, সহসভাপতি আবু সাঈদ দোলা, সাংগঠনিক সম্পাদক শ্রী দিপক চন্দ্র কবিরাজ প্রমূখ। এছাড়ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় কৃষকলীগ নেতারা সরকারের বেঁধে দেয়া দর খেকে কৃষকরা যাতে বঞ্চিত না হয় সেজন্য সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ও গম সংগ্রহের আহ্বান জানান। এছাড়াও নেতারা উপজেলা কৃষি অফিস ও খাদ্য অফিসের কর্মকর্তার সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন তারা।

স/শা