দুর্গাপুরে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল্লী সমাজ নেতৃত্বের দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুর্গাপুর ব্র্যাক অফিসের সভা কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে নভেল করোনা ভাইরাস এবং একে মহামারী কেন বলা হচ্ছে, এ সময় কিকি করণীয়, সামাজিক দূরত্ব বাজয় রোখে সামাজিক সংহতি বজায় রাখতে কি করণীয় এবং কার্যকর দূর্যোগকালীন যোগাযোগ । মহামারীতে নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকারে পদক্ষেপ নিতে পারবে এ সকল বিষয়ে আলোচনা করা হয়।

সেই সাথে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল্লী সমাজের উদ্যোগে দুর্গাপুর প্রধান সড়কে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করা হয়। উক্ত ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন রাজশাহী সিনিয়র ট্রেনার (সি.ই.পি) জয় চাঁদ কর্মকার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীয় ছিলেন পি.ও (সি.ই.পি.) মোছাঃ সুলতানা নাসরিন।