দুর্গাপুরে ঝুঁকি নিয়ে সিম কোম্পানীর টাওয়ারের মাথায় পতাকা উত্তোলন

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে জীবনের ঝুঁকি নিয়ে এশিয়া বিশ্বকাপ ফুটবল ভক্ত অনুরাগীদের পছন্দের পতাকা উড়াতে গ্রামীন ফোন টাওয়ারের মাথায়।

জানা গেছে, দুর্গাপুর সদর ফাজিল মাদ্রাসা গেট সংলগ্ন অবস্থিত টেলিকম কোম্পানী গ্রামীন ফোনের টাওয়ার রয়েছে। সেই টাওয়ারে গত শনিবার বিকেলে ৮ থেকে ১০জন বিশ্বকাপ ফুটবল ভক্ত অনুরাগী যুবক ও কিশোর আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে টাওয়ারের শেষ প্রান্তরে অবস্থান করেন। তারা জীবনের নানা ঝুঁকি নিয়ে সেই টাওয়ারের মাথার উপরে পতাকা উত্তোলন করেন।

এ সময় অনেক জনতা অবাক হয়ে তাকিয়ে থাকেন টাওয়ারের উপরে অবস্থানরত ফুটবল প্রেমিকদের দিকে। এদিকে এমন ঘটনায় গ্রামীন ফোন টাওয়ার কর্তৃপক্ষকে দায়ি করেছেন অনেকে। কেননা টাওয়ারে পাহারাদার অথবা টাওয়ারের উপরে উঠারে সিঁড়ির স্থানটি তালা বন্ধ করে রাখা হলে এমন এমন ঝুকিপুর্ন কাজ করতে পারতো না ফুটবল প্রেমিকরা।

ঘটনাস্থলে অবস্থারত পথচারী মশিউর রহমান, ফিরোজ আহম্মেদসহ কয়েকজন জানান, ফুটবলের মাঠে বিভিন্ন ভক্তঅনুরাগী থাকবে এটাই বাস্তব। তাই বলে জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারের মাথায় পাতাকা উত্তোলন করতে হবে এটা কেমন কথা। ওই পতাকাটি অন্য কোন স্থানে উড়নো যেতে পারতো। টাওয়ারের বিভিন্ন অংশে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সংযোগ রয়েছে যা থেকে একটি বড় ধরনের দুর্ঘটনাও হতে পারতো।

স/শ