সোমবার , ১০ জুলাই ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুরে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন বাড়ি ভাংচুর

Paris
জুলাই ১০, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে হত দরিদ্র এক পরিবারের ক্রয়কৃত জমিতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন তৈরী একটি পাকা বাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, উপজেলার জয়কৃষ্ণপুর চেতনার মোড় এলাকায় লুৎফর রহমানের স্ত্রী শাহানারা বেগম তার মা সুখদা বেগমের কাছ থেকে সাড়ে ৫ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। গত এক মাস পুর্বে শাহানারা বেগম ওই জমিতে পাকা বাড়ি নির্মান করতে থাকে। নির্মান কালে একই গ্রামের হাকিম প্রামানিকের ছেলে আব্দুল মান্নান ওই জমিতে ঘর নির্মানে বিভিন্ন দাবীতে বাধা প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে গত শনিবার রাতে আব্দুল মান্নান ওই নির্মানাধীন বাড়ির ওয়াল ভেঙ্গে ফেলতে থাকে। এসময় শাহানারা বেগম বের হয়ে আসলে তাকে ব্যাপক গালিগালাজ ও হুমকি প্রদান করে ওয়াল ভেঙ্গে পালিয়ে যায়।

শাহানারা বেগম জানান, বাড়ির কাজ শুরু করার পর থেকে একই এলাকার মান্নান বারংবার চাঁদার দাবীতে নির্মান কাজ বাধা দিতে থাকে। চাঁদা দিতে অস্বীকার করলে সে বাড়ির দেওয়াল ভেঙ্গে দেয়। বর্তমানের তারা বাড়ি নির্মানকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভূগছেন।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর