দুর্গাপুরে আগুনে পুড়লো চারটি দোকান, নেভানো আগুনে পানি ঢাললো ফায়ার সার্ভিস

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় কোন প্রকার প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কি পরিমান ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এদিকে দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীদের ৬ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে ঘটনা স্থলে পৌঁছাতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা। ফায়ার সার্ভিসের গাফিলতি কারনে আগুনে পুড়েছে ৪ টি দোকান এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টায় দুর্গাপুর উপজেলার আলীপুর বাজারে রমজান মাষ্টারের কসমেটিকস দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে। এক পর্যায়ে পাশের অন্যান্য দোকানেও আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনের স্থানীয়রা। আগুন নেভানোর শেষে ফায়ার সার্ভিসের গাড়ী সেখানে পৌঁছায়। এসময় স্থানীয়দের তোপের মুখে পড়ে ফায়ার সার্ভিসের টিম লিডারসহ কর্মীরা। তাদেরকে ঘটনাস্থল থেকে ফিরিয়ে দিতে চাইলে পুলিশের সহযোগিতায় নেভানো আগুনেই আবারো পানি ঢালেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একজন ব্যবসায়ী বলেছেন, “ফায়ার সার্ভিসের লোকেরা সময়মত আসতে না পারায় আগুন ছড়িয়ে পড়ে অনেক দোকান পুড়েছে। অনেক ব্যবসায়ী কিছু মালামাল রক্ষা করতে পেরেছেন। অনেকের মালামাল,পুঁজি সবই আগুনে পুড়ে গেছে। তবে এঘটনায় ফায়ার সার্ভিসের কারো বক্তব্য পাওয়া যায়নি।