দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমর কুমার পাল।

এসময় উপজেলার ধরমপুর এলাকায় একটি বিলে অভিযান পরিচালনা করেন। সেখানে চাষিদের তিন ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিলেন ধরমপুর গ্রামের বেলাল হোসেন নামের এক ব্যাক্তি।

পরে তাকে ফসলি জমির নষ্ট করে পুকুর খননের অপরাধে তার কাছ থেকে জরিমানা করা হয়। সেই সাথে ফসলি জমি নষ্ট করে এবং চাষিদের ইচ্ছার বিরুদ্ধে পুকুর খননে প্রাথমিক ভাবে নিশেধাজ্ঞা জারি করা হয়।

এমন অভিযানে উপস্থিত ক্ষতিগ্রস্ত চাষিরা এসিল্যান্ডকে অভিনন্দন জানান। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভুমি) সমর কুমার পাল।

স/অ