দুপচাঁচিয়ায় মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়ায় চলন্ত মটরসাইকেলের ধাক্কায় এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাথহালী বাসস্ট্যান্ড এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

নিহত মাজেদ আলী খান (৬৫) উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী পাঁনাপুকুর গ্রামের মৃত মল্লিক উদ্দীন খানের ছেলে।

নিহত মাজেদ আলীর ভাই মঈন খান জানান, বুধবার ভোরে তার ভাই চাতাল ব্যবসায়ী আলহাজ্ব মাজেদ আলী খান বাড়ি থেকে হাটতে বের হয়। তিনি কাথহালী বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের নিকট পৌঁছলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। দ্রুত তাকে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জি/আর