দু’জনকে গুলি করে হত্যা: একজনের লাশ নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তে দুই বাংলাদেশী যুবক গুলি করে হত্যার পরে একজনের লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের সদস্যরা। শনিবার দিবাগত রাতে গোদাগাড়ীর ডিএমসি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন।
এঘটনায় সীমান্ত এলাকার ভুবনপাড়া গ্রামের এশানুল হক মিছুর (২৭) লাশ বিএসএফ সদস্যর বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। আর একই এলাকার জালাল উদ্দিনের ছেলে আবু নাশরাত (২৯) লাশ নিয়ে চলে যায়। তারা দুজনেই গরু ব্যবসায়ী ছিলেন।
বিজিবির এক কর্মকর্তা জানান, নিহত আবু ও মিছু রাতে সহযোগীদের নিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র ছিল। বিষয়টি বাংলাদেশের দিয়াড়মানিকচকের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে আসে।
এ সময় বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। গুলিতে ঘটনাস্থলেই আবু ও মিছু নিহত হয়। নিহত মিছুর লাশ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসেন। তবে আবুর লাশ নিয়ে গেছে বিএসএফ।
এই ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আবুর লাশ ফেরত আনা হবে।

 

স/আ