দুই লাখ টাকা কুড়ে পেয়েও ফেরত দিলেন রাজশাহীর ডিস কর্মচারী

নিজস্ব প্রতিবেদক:

প্রায় দুই লাখ টাকা কুড়ে পেয়েও ফেরত দিলেন রাজশাহীর এক ডিস (ক্যাবল অপারেটর) কর্মচারী। মঙ্গলবার ওই টাকা তিনি প্রকৃত মালিককে ফেরত দেন। তার এই সততায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যাগভর্তি প্রায় দুইলক্ষ টাকা কুড়ে পান নগরীর গনকপাড়া এলাকার তুলা ব্যাবসায়ী মৃত ফুলুয়ার ছেলে ফ্লাসব্যাকে কর্মরত পুতুল হোসেন (৪০)।

টাকা পাওয়ার বিষয়টি পুতুল আশেপাশের লোকজনকে জানান। এরপর টাকার মালিক টাকার খোঁজে রানীবাজার এলাকায় যান। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতার মাধ্যমে টাকাটা ফেরত দেন।

নগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী মাধ্যমে টাকার মালিককে টাকা ফেরত দেন পুতুল।

হাসান আলী বলেন, পুতুল যে সততার পরিচয় দিলেন, এটি বিরল। এই ধরনের নজির এখন আর সহজে দেখা যায় না। এতগুলো টাকা পেয়েও তিনি ফেরত দিলেন প্রকৃত মালিককে। অন্য কেউ হলে হয়তো টাকাগুলো ফেরত দিতত না।

স/আর