বৃহস্পতিবার , ৮ মার্চ ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুই দুলু ও মিজানুরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Paris
মার্চ ৮, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্তমান ও সাবেক দুই সাংসদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ৭ মার্চ দুদক এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

এর মধ্যে খুলনা-২ আসনের আওয়ামী দলীয় সংসদ মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের নামে নিয়ে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বিএনপির সাবেক দুই সাংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এর মধ্যে নাটোরের সাবেক সাংসদ রুহুল কুদ্দুস দুলুর বিরুদ্ধে মাদকব্যবসা, টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

আর লালমনিরহাটের বিএনপির সাবেক সংসদ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধেও টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

দুদক সূত্র জানায়, তিন সাংসদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন দুর্নীতি অনিময়ের অভিযোগ দুদকে এসেছে। দাখিল করা এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


সূত্র: প্রথম আলো

সর্বশেষ - আইন আদালত