বুধবার , ৯ মার্চ ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুই দশক পর গান নিয়ে ডিলানের বই

Paris
মার্চ ৯, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

দীর্ঘ বিরতির পর বই প্রকাশ করতে যাচ্ছেন নোবেলজয়ী প্রখ্যাত গীতিকবি বব ডিলান। ‘দ্য ফিলোসফি অব মডার্ন সং’ নামে বইটি প্রকাশ পাবে ৮ নভেম্বর। প্রকাশনা সংস্থা সিমন অ্যান্ড স্ক্রাস্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২০০৪ সালে বই প্রকাশ করেন ডিলান।

সেটা ছিল তাঁর বহুল প্রশংসিত আত্মজীবনী ‘ক্রনিকলস, ভলিউম ওয়ান’। এর পর থেকে ভক্তদের অপেক্ষা ছিল আত্মজীবনীর দ্বিতীয় খণ্ডের। তবে তার বদলে গান নিয়ে বই আনছেন ডিলান।

২০১০ সাল থেকে বইটি লেখা শুরু করেছেন তিনি। গান নিয়ে বইটিতে প্রবন্ধ আছে ৬০টি। স্টিভেন ফস্টার থেকে এলভিস কস্টেলো-গান ও যেসব গীতিকারকে ডিলান সমীহ করেন তাদের নিয়ে লেখা থাকবে বইটিতে।

‘দ্য ফিলোসফি অব মর্ডান সং’ নিয়ে দেওয়া প্রকাশকের এক বিবৃতিতে বলা হয়, ‘বইটি কেবল বব ডিলানের পক্ষেই লেখা সম্ভব। তাঁর কণ্ঠ অনন্য, তাঁর কাজ গভীর উচ্ছ্বাস ও গান সম্পর্কে ধারণা প্রকাশ করে। ’

ষাটের দশকে ক্যারিয়ার শুরু করা এই ফোক-রকের কিংবদন্তি গায়কের এ পর্যন্ত ১২৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে। ৮০ বছর বয়সী গায়ক এখনো কনসার্ট চালিয়ে যাচ্ছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন