দুইদিন ব্যাপি ২৮তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ও আর্ন্তজাতিক কারাতে রেফরি সেমিনার


নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত ডাব্লুউ. কে.এফ এর রেফরি ১ জানুয়ারী-২০২৩ নতুন ভার্সন এর উপর ১৭ ও ১৮ মে দুইদিন ব্যাপি আর্ন্তজাতিক কারাতে রেফরি সেমিনার ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

সেমিনার পরিচালনা করেন বাংলার গর্ব এ.কে.এফ ও ডাব্লুউ.কে.এফ এর রেফরি, কোচ এবং গ্লোবাল শেসিনকাই সিতো-রিউ কারাতে ফেডারেশনের প্রেসিডেন্ট হানসি প্রেমজিত সেন। সেমিনারে সারাদেশ থেকে প্রায় দুইশত রেফরি সেমিনারে অংশগ্রহন করেন।

রেফরি সেমিনার পরিচালনার জন্য বাংলাদেশে পৌছালে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। রেফরি সেমিনার শেষে ১৯ ও ২০ মে ২০২৩ ইং ২৮তম জাতীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় কারাতে প্রতিযোগিতায় সরকারী ও বেসরকারী টিম বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার বাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, জেলা, বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা ও শায়িত্ব স্বাসিত প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় চারশত ছেলে মেয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।