দুঃখ প্রকাশ করলেন জামাল ভূঁইয়া

গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ম্যাচে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই প্রতিবাদ করেন সাইফের ফুটবলাররা। এ ঘটনার পর গণমাধ্যমে রেফারিদের বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই বক্তব্য দেওয়া ফুটবল অঙ্গনে সমালোচনার জন্ম দেয়। তবে এমন বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করলেন জামাল।

জামাল ভূঁইয়া গণমাধ্যমে এক বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে ‘রেফারি মিথ্যে বলছেন’ বলে মন্তব্য করেছিলেন। বুধবার বিকেলে বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘সম্প্রতি সাইফ স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে। মনে হচ্ছে সে ম্যাচের রেফারিং সম্পর্কে আমার বক্তব্যে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছে। আমি কাউকে আমার বক্তব্যের মাধ্যমে কষ্ট দিতে চাইনি বা ছোট করতে চাইনি। এর পরও যদি কেউ আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। ফেডারেশন, খেলোয়াড়, রেফারি, অফিশিয়াল মিলেই আমরা ফুটবল পরিবার। আমরা সবাই মিলে সুন্দর একটি প্রিমিয়ার লিগ শেষ করব। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ