দিল্লির তাপমাত্রা ৩.‌৩ ডিগ্রি, স্বস্তি নেই আগামী ২৪ ঘণ্টায়‌

ভারতের রাজধানী দিল্লিতে আজ বৃহস্পতিবার সকালে তাপমাত্রার পারদ নামে ৩.‌৩ ডিগ্রি সেলসিয়াসে। সকালে ভারী কুয়াশার চাদর ঢেকে রেখেছিল সম্পূর্ণ রাজধানীকে। ভারত আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, পূবালি হাওয়ার জেরে উত্তরপশ্চিম ভারত এবং মধ্য প্রদেশের পশ্চিমাংশে পয়লা জানুয়ারি বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশের পশ্চিমের বিক্ষিপ্ত অংশে প্রবল থেকে অতি প্রবল শৈত্যপ্রবাহ বইতে পারে। আপাতত ২৪ ঘণ্টা আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। তারপর থেকে তাপমাত্রার পারদ তিন-চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানানো হয়।

হিমালয় এবং লাগোয়া সমতলে তেসরা জানুয়ারি থেকে একটা নতুন পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হতে পারে। পশ্চিমা ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের পূবালি হাওয়ার সংমিশ্রণের ফলে ওই সব এলাকাগুলোতে আগামী তিন-পাঁচ জানুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং পশ্চিমা হিমালয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন