দিল্লিতে ২৪ ঘণ্টায় দুইবার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ভারতের রাজধানী দিল্লিতে চব্বিশ ঘণ্টার মধ্যে দুইবার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার দুপুরে প্রথমবার কম্পন অনুভূত হয়, পরে সোমবার সকালে ফের ভূমিকম্প আঘাত হানে। এ সময় দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা কেঁপে উঠে। পরপর এইভাবে ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত পড়েন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, এ দিনের ভুমিকম্পের উৎসস্থল মীরট থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। সকাল ৬টার দিকে সেই ভূমিকম্প হয়। এপিসেন্টার হল উত্তরপ্রদেশের খারখাউড়া। ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে।

রবিবার বিকেলেও আচমকা কম্পন অনুভূত হয় দিল্লিতে। এদিন বিকেল ৪টার দিকে অনুভূত হয় কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এদিন উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝর। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৮। এদিনও উৎসস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।