দিল্লিতে চিকুনগুনিয়া, ইশান্তও আক্রান্ত

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের দিল্লিতে দেখা দিয়েছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রকোপ। আর এর শিকার হয়েছেন ভারতের অন্যতম পেসার ইশান্ত শর্মাও। তিনি নিজেও পশ্চিম দিল্লির পাতিলনগর এলাকার বাসিন্দা।

 

চিকুনগুনিয়ার কারণে আগামী বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামা হচ্ছে না ইশান্ত শর্মার।

 

ভারতের সংবাদমাধ্যম দ্য ফিনানশিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ইশান্তের দলে না থাকার ব্যাপারটি আজ মঙ্গলবার গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন ভারতের কোচ অনিল কুম্বলে।

 

কুম্বলে বলেন, ‘চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইশান্ত থাকছে না। ইশান্তের পরিবর্তে কে থাকবে একাদশে তাই ভাবা হচ্ছে।’ এ ক্ষেত্রে ভুবেনশ্বর কুমার বা মোহাম্মদ শামি দলে থাকতে পারেন।

 

৭২টি টেস্টে ২০৯ উইকেট শিকার করেছেন অভিজ্ঞ ইশান্ত শর্মা।

 

সম্প্রতি চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়েছে দিল্লিতে। এ ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য দপ্তর সতর্কবার্তাও দিয়েছে। তবে দিল্লিতে চিকুনগুনিয়ার পাশাপাশি মশাবাহিত রোগ ডেঙ্গুও ছড়িয়ে পড়েছে। চলতি মাসে ডেঙ্গুতে ১৪ জন মারা গেছে।

 

প্রবল জ্বর, বমি, শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে রোগীরা ভিড় করছেন।

সূত্র: এনটিভি