দায়িত্ব গ্রহণ করলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া দ্বিতীয় উপ-উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, গত বুধবার (২৫ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশ হয়। যেখানে অধ্যাপক জাকারিয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘এর আগে দুইজন উপ-উপাচার্যের বিষয়ে সরকারের কাছে আবেদন না করায় এতোদিন দ্বিতীয় উপ-উপাচার্যের পদে কেউ ছিলেন না। এ প্রশাসন সরকারের কাছে আবেদন করেছে, তাই আমাদের আরেকজন নতুন উপ-উপাচার্য দেওয়া হয়েছে। দুজন উপ-উপাচার্য হওয়ায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে।’

সদ্য দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘আমি চেষ্টা করবো বিশ^বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে আমি নিজেকে সবসময় নিয়োজিত রাখবো। ’

অধ্যাপক জাকারিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৮৩ সালে বিএসসি এবং ১৯৮৫ সালে এমএসসি পাশ করেন। ১৯৯৪ সালে যুক্তরাজ্যের আন্দ্রেউস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। অধ্যাপক জাকারিয়া ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বের পাশাপাশি প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম সহ-উপাচার্য পায় বিশ্ববিদ্যালয়। প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক আমানুল্লাহ আহমদ ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত ১২ জন সহ-উপাচার্য দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ অধ্যাপক আনন্দ কুমার সাহা ১২ তম সহ-উপাচার্য হিসেবে ১৬ জুলাই ২০১৭ সালে নিয়োগ পান। তারপর ১৩ তম সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

স/বি