দাবি আদায়ের আন্দোলনে আজও বিক্ষোভ রাবি শিক্ষার্থীদের, ক্লাস পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক,রাবি:

কোটা সংস্কারের দাবিতে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সীনেট ভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সীনেট ভবনের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে রাবির সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় কোটা পদ্ধতির সংস্কার, আন্দোলনে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি, আহত শিক্ষার্থীদের মেডিকেল চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন দাবির স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে ক্লাস বর্জন করে আন্দোলন করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশবিদ্যালয়(রুয়েট) শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে তারে এই আন্দোলন শুরু হয়। এরপর কিক্ষোভ মিছিল নিয়ে এসে তাদের সাথে যোগ দেয় বরেন্দ্র বিশবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

স/শ