শুক্রবার , ২ নভেম্বর ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দাদাগিরি! টালিগঞ্জে অটো চালকদের রাস্তা অবরোধে দুর্ভোগ

Paris
নভেম্বর ২, ২০১৮ ৪:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অটোচালকদের দাদাগিরি,যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার,রাস্তার মাঝে নামিয়ে দেওয়াসহ ভুরি ভুরি অভিযোগ অটোচালকদের বিরুদ্ধে৷ শাসক দলের নেতাদের ছত্রছায়ায় চলে অটো ইউনিয়নগুলো৷ আর তার ফলেই অটোচালকদের এই বাড়বাড়ন্ত বলে যাত্রীদের অভিযোগ৷ কিছু হলেই সংগঠিত চালকদের রাস্তা অবরোধ, অটো সার্ভিস বন্ধ করে দেওয়া এ রাজ্যের রীতি হয়ে দাঁড়িয়েছে৷ অভিযোগ, পুলিশ সেখানে ঠুঁটো জগন্নাথ৷

শুক্রবার অফিস টাইমে টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে রাস্তা অবরোধ করে অটোচালকরা৷ তাদের অভিযোগ, পুলিশ চালকদের বিরুদ্ধে বিনা কারণে কেস দিচ্ছে,জরিমানা করছে৷ তাতে চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছে৷ পুলিশি হেনস্থার অভিযোগ তুলে চলে রাস্তা অবরোধ৷ পুলিশ বাধা দিতে আসলে পুলিশের বচসা শুরু হয়৷ চলে বিক্ষোভ৷ টালিগঞ্জ থেকে বেশ কয়েকটি রুটে অটো চলাচল বন্ধ করে দেয় অটোচালকরা৷ চরম সমস্যায় পড়েন অফিস যাত্রীরা৷

পুলিশ সূত্রে খবর,টালিগঞ্জে বেপরোয়াভাবে অটো চলে৷ নিয়ম অনুযায়ী বেপরোয়া ওই অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ চালকরা নিয়ম না মেনে নিজেদের মতো ইউটার্ন নিচ্ছে৷ ডবল লাইনে অটো দাঁড় করিয়ে রাখছে৷ যার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে৷ যে কোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা৷

এর আগেও উল্টোডাঙ্গা মোড়ে অটোচালকদের দাদাগিরি বন্ধে শাসক দলের এক মন্ত্রীকে আসরে নামতে হয়েছিল৷ অফিস টাইমে সরকারি বাস পরিষেবা বাড়ানো হয়েছিল৷ কিছু দিন দাদাগিরি একটু ছিল কিন্তু ফের সেই অটোচালকদের দাদাগিরি শুরু হয়েছে বলে যাত্রীদের অভিযোগ৷

অভিযোগ শুধু টালিগঞ্জ,উল্টোডাঙ্গা নয় কলকাতার সর্বত্র চলছে অটোরাজ৷ পুলিশ এদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অটোচালকদের দাদাগিরি চলছেই চলবে যতদিন নেতা মন্ত্রীদের হাত অটো ইউনিয়নের মাথায় থাকবে৷

 

সর্বশেষ - আন্তর্জাতিক