দাখিল পরীক্ষার মূল্যায়নে জিপিএ- ৫ পেয়েছেন তানিয়া

মোহনপুর প্রতিনিধি:

মোছাঃ তানিয়া খাতুন। এবছর রাজশাহীর জেলার বাগমারা উপজেলা সাইধারা মহিলা দাখিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে।

সে বাগমারা উপজেলা বেলঘরিয়া গ্রামের কৃষক খলিলুর রহমান এবং গৃহিনী বিলকিছ বানু মেয়ে। ওই শিক্ষার্থী ২০১৭ সালে উপজেলা সাইধারা মহিলা দাখিল মাদরাসার হাটগাঙ্গো পাড়া পরীক্ষার কেন্দ্র থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে থেকে অংশ নেয়। প্রথমে দাখিল পরীক্ষার ফলাফল জিপিএ ৪.৯৪ পায়। বাংলাদেশ মাদরাসা র্বোডে অধিনে খাতা চ্যালেঞ্জ করে এবং পরবতীতে ফলাফলে জিপিএ ৫ পেয়েছেন। তানিয়া খাতুন ভবিষ্যতে ডাক্তার হতে চান এবং সবার কাছে দোয়া প্রার্থী।

এ বিষয়ে সাইধারা মহিলা দাখিল মাদরাসার সুপার মাকসুদুর রহমান বলেন, এবছর হাটগাঙ্গোপাড়া পরীক্ষার কেন্দ্র থেকে কোন ছাত্র/ছাত্রীরা জিপিএ ৫ পাইনি। খাতা চ্যালেঞ্জ করার পরে আমাদের মাদরাসা থেকে তানিয়া জিপিএ ৫ পেয়েছেন তাই আমরা গর্বিত।

 

স/আ