দল শীর্ষে, তবু যে কারণে বরখাস্ত হলেন কোচ গিবস

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) মাঝপথে কোচ হার্শেল গিবসকে বরখাস্ত করেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কলম্বো কিংস। সাবেক এই প্রোটিয়া তারকা এলপিএলে ধারাভাষ্য দেওয়ার জন্য গিয়েছিলেন শ্রীলঙ্কায়। সেখানে গিবসকে কোচ হওয়ার প্রস্তাব করা হলে ধারাভাষ্য বাদ দিয়ে কোচ হওয়ার সুযোগ লুফে নিয়েছিলেন গিবস।

শ্রীলঙ্কার প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মিরর মতে, হার্শেল গিবসকে বরখাস্ত করা হয়েছে খেলোয়াড়দের সাথে মতবিরোধের কারণে।

গিবসকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথকে। এতদিন দলের সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছিলেন হেরাথ।

এলপিএলের প্রথম আসর এখনো শেষ হয়নি। এরই মাঝে চারবার কোচ খুঁজতে হল কলম্বো কিংসকে। টুর্নামেন্ট শুরুর আগে কলম্বো কিংস দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ডেভ হোয়াটমোরকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান হোয়াটমোর। তার জায়গায় প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ইংল্যান্ডের কবির আলীকে। তবে কবির আলী করোনা আক্রান্ত হলে এলপিএলে আর দলকে কোচিং করাতে পারেননি। বাধ্য হয়ে নতুন কোচ খুঁজতে হয় কলম্বোকে। টুর্নামেন্ট শুরুর প্রাক্বালে যখন কোচ খুঁজে পাওয়া কঠিন, তখন দলটি দ্বারস্থ হয় হার্শেল গিবসের।

 

সূত্রঃ কালের কণ্ঠ