দলে ফিরে উজ্জীবিত নাসির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দীর্ঘবিরতির পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। ইঙ্গিত দিয়েছেন পুরোনো রূপে ফেরার।

 

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ড সফরের আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে এই অনুভূতি ব্যক্ত করেন নাসির।

 

‘অনেক দিন পর টিমে ফিরছি। ভালো কিছু করার চেষ্টা থাকবে। এটা আমাকে অনুপ্রাণিত করছে। একাদশে সুযোগ পেলে ব্যাটিং-বোলিংয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে’, বলেন নাসির।

 

এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ দিবাগত রাত পৌনে ১টায় ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফিরা। ১৬ জন ক্রিকেটারের সঙ্গে আছেন কোচসহ কয়েকজন কর্মকর্তা। আইপিএলে খেলতে ভারতে থাকায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান এই দলের সঙ্গে যেতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, তাঁরা কয়েক দিন পরই দলের সঙ্গে যোগ দেবেন।

 

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে আগামী ১২ থেকে ২৪ মে। এই সিরিজে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে। স্বাগতিক দল ছাড়াও এ সিরিজের অপর দল নিউজিল্যান্ড। এর পর ১ জুন থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ইংল্যান্ডে। তার আগে সাসেক্সের মাঠে একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।

সূত্র: এনটিভি