দলকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ দিব: বাংলাদেশ কোচ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনেই ৪৯৩ রান তুলে ৩৪৩ রানের লিট নেয় স্বাগতিক ভারত। টাইগাদের বাজে পারফরম্যান্সে চরম হতাশ কোচ রাসেল ডোমিঙ্গো।

শুক্রবার ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, কোনো সন্দেহ নেই দলের কাঠামোগত পরিবর্তন আনতেই হবে। না হলে ফল একই রকম হতে থাকবে। জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে বসে ক্রিকেটকে সামনে এগোনোর পথ খুঁজে বের করতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে কোন কোন খেলোয়াড় দলকে সামনে এগিয়ে নিতে পারবে।

রাসেল ডোমিঙ্গো আরও বলেন, যদি আমাদের নতুন মুখ নিয়ে এগোতে হয় তাহলে তাই করব। এতে কিছুটা সময় ভুগতে হয়, আমার মনে হয় বর্তমানে যা হচ্ছে সেটির চেয়ে খারাপ কিছু হবে না। হ্যাঁ, এই দলে দারুণ কিছু খেলোয়াড় আছে তাদের সম্মান করতে হবে। বাংলাদেশের হয়ে তাদের পারফরম্যান্সকে সম্মান জানাতে হবে। তবে দলের স্বার্থই আপনাকে বড় করে দেখতে হবে।