দর্শকশূন্য মাঠে খেলায় আপত্তি নেই ডমিঙ্গোর

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লম্বা সময় ধরে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। ফলে মাঠে কবে ক্রিকেট গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য দর্শকশূন্য মাঠে খেলা চালিয়ে যেতে আপত্তি নেই বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

তিনি বলেন, ‘শূন্য মাঠে খেলা? আমার কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে ক্রিকেটারদের খেলে যাওয়া। খেলতে থাকলেই উন্নতি হবে। ফিটনেস উন্নতি হবে। কিছু কিছু ক্রিকেটীয় কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করতে পারলে ভালো হয়। সেটা ১০ জন মানুষের সামনে হোক আর ১ লাখ মানুষের সামনে হোক, খুব একটা পার্থক্য নেই।’

উল্লেখ্য, করোনার কারণে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফল স্থগিত হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এর আগে একই কারণে বাংলাদেশ দলের তৃতীয় দফা পাকিস্তান সফরও স্থগিত করা হয়।

 

সুত্রঃ কালের কণ্ঠ