দরিদ্র মেধাবী ছাত্র ইসারুল বাঁচতে চায়!

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার মেধাবী ছাত্র ইসারুল হক বাঁচতে চাই। এপেনটিকসাইড অপারেশনের জন্য ডাক্তার তাকে পরামর্শ দিলে অর্থের অভাবে অপারেশনের আগেই তার একটি খাদ্য নালী ফুটো হয়ে যায়।

বিষয়টি মানবিক কারইে বিবেচনা করে অত্র মাদ্রাসার অর্থায়নে অনেক চেষ্টার পর অপারেশন করানো হয়। কিন্তু এরপরও তার অবস্থা স্বাভাবিক না হওয়ায় এবং অপারেশনস্থলটি ক্ষতের সৃষ্টির পর পচন আরম্ভ হওয়ায় আবারো অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যার জন্য অনেক টাকার দরকার বলে সংশ্লিষ্ট ডাক্তার জানায়।

অসুস্থ ইসারুলের পিতাকে দিনমজুরের কাজ করে ৬ সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ইসারুল সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র। তার রোল নং-৪। সে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহজাহান আলী ও নুরুন নেশার দ্বিতীয় সন্তান।

বিবেকবানরা তাকে চিকিৎসায় সাহায্য করতে পারেন অথবা চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়- অধ্যক্ষ, সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ০১৭১৬-৭২৬৬২৭।

স/শ